চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে পুলিশের অভিযান, সাতজন আটক
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে পুলিশের অভিযান, সাতজন আটকচট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার চশমা হিলের বাসভবনে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে সাতজনকে আটক করা হয়, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, আগামীকাল বৃহস্পতিবার নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি সামনে রেখে ওই বাসায় কয়েকজন জড়ো হচ্ছেন—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই তথ্যের সূত্র ধরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে পুলিশের দল বাড়ির সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করে তদন্তের জন্য নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা মহিবুল হাসানের ছোট ভাই বোরহান চৌধুরী ও বিএনপি নেতা নিয়াজ উদ্দিন পরিচালিত ‘ক্যাফে মিলানো’ রেস্তোরাঁর কর্মচারী।
যদিও রেস্তোরাঁটি গত বছরের আগস্টে বন্ধ হয়ে যায়, অনলাইনে খাবার বিক্রি কার্যক্রম এখনও চলছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন,
“একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছিল—নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কয়েকজন এখানে সমবেত হচ্ছেন এবং তাদের জন্য বাইরে থেকে খাবার আসছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তেমন কিছু পাওয়া যায়নি। আটক সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।”
উল্লেখ্য, মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে এবং তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন